স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গত বৃহস্পতিবার সকালে পাকশীতে সমাবেশ, আলোচনাসভা, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসেবে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্রে তিনি বলেন,দেশের গণতন্ত্র
অবরুদ্ধ,বিএনপিও অবরুদ্ধ,বিএনপি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত
হয়। জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত
হয়।ইসলামী মূল্যবোধকে সম্পৃক্ত করে আমরা সেই
জাতীয়তাবাদকে সঙ্গায়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন সেখানে সকল নৃগোষ্টি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশী এবং বাংলাদেশ বহিশত্র দ্বারা আক্রান্ত হলে আমাদের এই ভৌগলীক সীমারেখার মধ্যে যারো আছেন তাদের দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা।সামরাজ্যবাদের গর্ভে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ উল্লেক করে তিনি বলেন, আমরা সকলেই একটা পরিচয় বহণ করব সেটা হলো আমরা বাংলাদেশী।আজকে গণতন্ত্র অবরুদ্ধ, বিএনপির লোক অবরুদ্ধ, বিএনপির লোক বিএনপির নেতা না, অবিএনপি আজকে বিএনপির নেতা।এই জন্য দলকে অবরুদ্ধ থেকে বের করে আনতে হবে।রাষ্ট্রকে অবরুদ্ধ থেকে বের করে এনে বেগম খালেদা জিয়াকে পুনরউদ্ধার করে, গণতন্ত্রকে
পুনরউদ্ধার করে আমাদের সেই যাত্রায় শুরু করতে হবে।
পাকশী উইনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপনের সভাপতিত্বে এসময় সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কবীর আহমেদ,আরজু খান ও নুর সালামসহ বিএনপি, শ্রমিকদল, যুবদল, ছাত্রদলের নেতারা অংশ নেন।
Leave a Reply