পৌর যুবদলের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী, ॥ ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীরের বদলী জনিত কারণে ঈশ্বরদীতে পৌর যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলী এনামুল কবীরের নিজস্ব অফিসে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান,যুবদল নেতা সাজেদুজ্জামান জিতু,রাশেদুল ইসলাম রিপন,সাইদুল ইসলাম,কামাল,সুমন ও সেলিমসহ অন্যান্যরা। উপজেলা প্রকৌশলী এনামুল কবীরকে পাবনা জেলার চাটমোহরে বদলী করা হয়েছে। তিনি পরপর দুই মেয়াদে ঈশ্বরদী উপজেলাতে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। এসময়ের মধ্যে এনামুল কবীরের হাত দিয়ে বিশটি স্কুল ভবন,সাত কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন উপজেলা পরিষদ ভবন,রেলগেট থেকে সাঁড়া পান হাট পর্যন্ত রাস্তা,পৌরসভা থেকে রূপপুর পর্যন্ত রাস্তা,দাশুড়িয়া সামসুদ্দিন মালিথার বাড়ি থেকে আটঘরিয়া এবং দাশুড়িয়া তেঁতুলতলা থেকে ভাড়ইমারী রাস্তাসহ বিভিন্ন রাস্তার কাজ মিলে প্রায় একশ কোটি টাকার বেশী কাজ করা হয়েছে।#
Leave a Reply