উত্তরবঙ্গের অন্যতম শিল্পপতি সাহাবুদ্দিন মল্লিক নান্নুর ইন্তেকাল ॥ ভিভিন্ন মহলের শোক প্রকাশ
এসএম,কামরুজ্জামান ।। উত্তরবঙ্গের অন্যতম সফল ব্যবসায়ী,বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সাবেক সফল সভাপতি, মিষ্টভাষী, সদালাপী এবং নিরহংকারী ব্যক্তিত্ব, মল্লিক গ্রুপ অফ ইন্ডাস্টি জের অন্যতম কর্ণধার ও ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মোঃ সাহাবুদ্দিন মল্লিক নান্নু (৬৮) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি — রাজিউন)। দীর্ঘদিন তিনি হার্টের জটিল রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে১ মেয়ে,আত্নীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর শহরের ফতেমহম্মদপুরস্থ নিজ বাড়ি চত্বরে জানাজা শেষে ফতেমহম্মদপুর কেন্দ্রিয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
হাটি হাটি পা পা করে শুরু করা ব্যবসাকে আজকের এই অবস্থানে উন্নীত করার অন্যতম কারিগর সাহাবুদ্দিন মল্লিক একে একে মল্লিকগ্রুপের রানা ফ্লাওয়ার মিলস্ লিমিটেড, মল্লিক এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মল্লিক সিমেন্ট মিলস্ লিমিটেড, এম এম জুট ফাইবারস্ এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মল্লিক চিকস্ লিমিটেড, মল্লিক পেপার মিলস্ লিমিটেডের মত শিল্পারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাইরুন্নেসা স্কুল গড়ে তুলে প্রায় পাঁচ’শ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার,জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সকল কর্মকর্তা-সদস্যদের পক্ষে তৌহিদ আক্তার পান্না গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।#
Leave a Reply