1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত ।। জনস্বার্থে ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের স্মারক লিপি প্রদানে ব্যাপক প্রশংসা ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত ।। পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যব্যক্তির মর্মান্তিক মৃত্যু কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে যারা আমাকে বিজয়ী করেছিলো তারা সবাই আমার কাজ করছেন- — বিএনপির কেন্দ্রিনেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আল্লাহর হুকুম মতে প্রত্যেকটি কাজে অংশ গ্রহণ করলে সমাজের উন্নয়ন হবে– বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ঈশ্বরদীতে সাংবাদিক মাসুম ও ইউসুফের পিতার ইন্তেকাল ।। জানাজা পড়ালেন জেলা জাময়োতের আমির। বিভিন্ন মহলের শোক প্রকাশ পাবনা-৪ অসনে হাবিবুর রহমানের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাকশীতে ট্রেন চলাচল বন্ধ করার ঘোষনা  ও স্মারক লিপি প্রদান পাবনা জেলার বিএনপি এখন অপশক্তির হাতে বন্দি- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার দেশে একটি কুচক্রিমহল নির্বাচন বানচাল করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে —বিএনপিনেতা ও সাবেক ভিপি রেজাউল করীম শাহীন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।।  ঈশ্বরদী পশ্চিম টেংরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রকিবুজ্জামানের বিরুদ্ধে প্রভাবশালী কর্তৃক বিদ্যালয়ের জমি বেদখলে নেওয়ায় নীরব ভ’মিকা পালন, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য বরাদ্দকৃত সরকারী অর্থ আত্মসাত করা ও শিক্ষকদের  সাথে অশালিন আচরণ করাসহ নানা অভিযোগের তদন্ত সম্পন্ন করা হয়েছে। অভিযোগের পর দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহবায়ক করা হয় পাবনার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাককে। সদস্য হিসেবে
দায়িত্ব পালন করেন ঈশ্বরদীর  সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। বুধবার সকালে পাবনার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তদন্ত কাজ সম্পন্ন করা হয়। তদন্ত কমিটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  বিরুদ্ধে এলাকাবাসীর করা অভিযোগের কয়েকটি সত্যতা পেয়েছেন বলে তদন্ত কমিটির আহবায়ক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষক রেলওয়ের চতুর্থ শ্রেণীর এক মহিলা কর্মচারীকে  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে ঐ মহিলাকে বাদ দিয়ে অন্যান্য সদস্যদের মধ্য থেকে ক্রমানুসারে সিনিয়র সদস্যকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। একই সাথে প্রধান শিক্ষকের স্ত্রী সহকারী শিক্ষিকা সপ্না পারভীনকে অন্য স্কুলে বদলীর নির্দেশ দেওয়া হয়েছে সহকারী কমিশনার অফিসের সার্ভেয়ার দিয়ে জমি মেপে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক দায়েরকৃত একটি মামলা কোর্টে চলমান থাকায়
আপাতত তাকে (প্রধান শিক্ষককে) বদলী করা যাচ্ছেনা।
সম্প্রতি শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে মার্সাল রোমেল সুমন, হাফিজা বেগম, সমছের আলম,আসাদুজ্জামান, আরিফুজ্জামান লিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রকিবুজ্জামানেে  বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করেন শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে। সেই লিখিত অভিযোগে
উল্লেখ করা হয়,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো, অনিয়ম করে রেলওয়ের চতুর্থ শ্রেণীর এক মহিলা কর্মচারীকে  বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি করে বিদ্যালয়
পরিচালনা কমিটি করে গোপন রাখা, অর্থ আত্মসাত করা ও শিক্ষার্থীদের সাথে অশালিন আচরণ করাসহ নৈতিক চরিত্রের স্খলনের সাথে জড়িত। উল্লেখ্য যে, পশ্চিম টেংরী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করা হয় ৩৩ দশমিক ৭০ শতাংশ জমির উপর। পরবর্তীতে ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক আর্থিক সুবিধা নিয়ে সুকৌশলে বিদ্যালয়ের
এলাকার কয়েকজন প্রভাবশালীকে বিদ্যালয়ের জমি  বেদখল করতে সহায়তা করেন। পরবর্তীতে বিদ্যালয়টি জাতীয়করণ ভুক্ত হওয়ায় বিদ্যালয়ের নিজস্ব  জমিতে চারতলা একটি ভবণ নির্মাণের বরাদ্দ আসে। কিন্তু বিদ্যালয়ের জমি প্রভাবশালীদের দখলে থাকায় কোনরুপ মাপযোগ ছাড়াই বিদ্যালয়ের চার তলা ভবণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। এবং অনেকাংশই রেলওয়ের জমির মধ্যে নির্মাণ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে পশ্চিম টেংরী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুজ্জামান সকল অভিযোগ অস্বীকার  করে বলেন,
সকল অভিযোগ মিথ্যা । এলাকার কয়েকজন ব্যক্তি আক্রোশ মূলখভাবে অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট