বিনোদন ডেক্স।। যৌথ প্রযোজনায় অথবা একক নিজে এর আগেও অনেক অভিনেতা অভিনেত্রী দেশের বাইরে অন্য ভাষায় অভিনয় করেছেন।
ইতিপূর্বে অনেক ঢালিউড তারকা বলিউঢে এবং টালিউড তারকা ঢালিউডে নাম লিখিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তামিল ছবিতে বাংলাদেশের তিনজন তারকা নাম লিখিয়েছেন। তারা হলেন, মেঘলা মুক্তা,শান্তা পাল এবং মিষ্টি জান্নাত।
১)মেঘলা মুক্তা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত হয়ে উঠেছেন। কারন, ২০১৯ সালে মেঘলা মুক্তা অভিনীত প্রথম তামিল সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ সে দেশে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জুটি বেঁধেছিলেন তানিস্ক রেড্ডির সঙ্গে। গত বছর তিনি দ্বিতীয় তামিল সিনেমা ‘ইয়েরা চেরা’ শুটিং করেছেন।
২)মিষ্টি জান্নাত বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা। তিনিও নাম লিখিয়েছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’ ছবির শুটিং করছেন তিনি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে বলে জানা যায়।
৩)শান্তা পাল বাংলাদেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয় ও মডেল করেছেন। করোনা মহামারির আগেই তেলেগু ফিল্মে নাম লেখান তিনি। অডিশন, লুক টেস্ট দিয়ে মার্চ মাসের দিকে ভারত থেকে দেশে ফেরেন তিনি। এরপরই শুরু হয় লকডাউন। এ কারণে ৩৫ দিনের শুটিং শিডিউল দিয়েও কাজে যোগ দিতে পারেননি শান্তা। তেলেগু ভাষার এই সিনেমার নাম ‘ইয়ে রা লা ভা’। সিনেমাটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও।
Leave a Reply