স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ঈশ্বরদীর কৃতি সন্তান এডভোকেট আখতারুজ্জামান মুক্তা সভাপতি নির্বাচিত হওয়ায় ঈশ্বরদী উপজেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনিয়র এ্যডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ্যাড, মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান, এ্যাড, কামাল হোসেন, এ্যাড, রেবাউল হাসান সহ আরো অনেকে। সকল বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিক ও আইনজিবী একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে এক সংগে কাজ করার দৃড় অঙ্গীকারাবদ্ধ হন।
অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরদী উপজেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ্যাড,আক্তারুজ্জামান মুক্তাকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। ঈশ্বরদী উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি এড, আখতারুজ্জামান মুক্তা পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, সহ-সভাপতি আশরাফুল আবেদীন, সহ-সভাপতি এড, হেদায়েতুল হক, কোষাধক্ষ বায়োজিদ বোস্তামী পলাশ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন শেখের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো অনেক অ্যাডভোকেট ও সাংবাদিক বৃ্ন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply