
বকুল হোসেন প্রতিনিধি, ঈশ্বরদী ।। বিনা টিকিটে ভ্রমন, ট্রেনের ছাদে ভ্রমন,ট্রেনের বাফারে,গার্ড ব্রেকে না উঠা, স্টেশন ও ট্রেনে ধুমপান না করা, পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগমসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলন্ত ট্রেনে মোবাইলে ছবি বা ভিডিও ধারণ না করা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানো বন্ধের নির্দেশ দিয়েছেন, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ খান। গতকাল বিকেলে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে রেলওয়ের যাত্রীসেবার মান বৃদ্ধি, যাত্রীদের অভিযোগ ও পরামর্শ শোনা এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষে গতকাল বিকেলে রেল পারবর্তীপুর রেল স্টেশনে আয়োজিত জনমুখি গণশুনাণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। পারবর্তীপুরের ইতিহাসে প্রথমবারের মত রেলওয়ের চতুর্থতম এই গণশুনানীতে স্টেশন মাষ্টার রেজাউল করীমের সভাপতিত্বে এসময় পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা,ডিএমই লোকো ময়েন উদ্দিনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—-
এর আগে পশ্চিমাঞ্চলের মধ্যে ঈশ্বরদী স্টেশনে ও রাজশাহী স্টেশনে এবং পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নিকট(প্রতিমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন) সর্বপ্রথম ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না দেশের চাহিদা মত ইঞ্জিন ও কোচ আমদানি করা, ঈশ্বরদীকে দুইভাগে বিভক্তকারী রেলগেটে টানেল নির্মাণ করা, ঈশ্বরদী জংসন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনবৃদ্ধি, পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চালু করা, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই ভুক্ত জাতীয় সম্পদ হার্ডিঞ্জ ব্রীজের ফেন্সিং নির্মাণ,ঈশ্বরদী জংশন স্টেশনকে আধুনিকায়ন করা,ঈশ্বরদী থেকে পাকশী ও পাকশী কবরস্থান থেকে রেলওয়ে অফিসে প্রবেশের রাস্তা মেরামত করা,রাজশাহী-খুলনা,ঈশ্বরদী-ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারী ও পঞ্চগড়সহ ছয়টি ট্রেনের স্টাপেজের দাবিসহ ১৮ টি দাবি জরুরিভাবে বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন। জনপ্রতিনিধি না হয়েও জনস্বার্থে এধরনের স্মারক লিপি প্রদান করায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ নেতৃবৃন্দকে অনেকেই ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনের মাধ্যমে ধন্যবাদ জানান। #
তাং-১০.০১..২০২৬
Leave a Reply