
এম.রহমান,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।।বিএনপির অভিভাবক গণতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও শোভাকাঙ্খিদের আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক অসুস্থ আলাউদ্দিন বিশ্বাসের সিলিমপুরের বাড়ি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিজিয়ার মুক্তার হোসেনের সাকরেগাড়িস্থ বাড়িতে শারিরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় রেলশ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুস সোবহান, তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রশিদ সরদার, আলহাজ্ব আজি হক,তৃণমূল বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস, রঞ্জু আহমেদ,ফজলু মাস্টার,মুন্তাজ হোসেন,হাসেম আলী মেম্বর,আক্তার মল্লিক,রবিউল ইসলাম,আব্দুল লতিফ, মোহাম্মদ আল িকাজল,কামরুল ইষলাম,কিরণ হোসেন,স্বপন আলী ও মুশফিকুর রহমান সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার তার সঙ্গীয় নেতৃবৃন্দকে নিয়ে অসুস্থ দুই নেতার বাড়িতে উপস্থিত হওয়ার পর অসুস্থ নেতারা সিরাজুল ইসলাম সরদারের চোখেমুখে ভালবাসার বিশালতা দেখে আবেগে আপ্লুত হয়ে অশ্রু সজল নয়নে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তারা অসুস্থ রোগীদ্বয়ের সুস্থতা কামনা করেন। এর আগে সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে হোন্ডা বহর নিয়ে আইকে রোড,দাশুড়িয়া সিলিমপুর রোড ও মানিক নগর হাইস্কুল এলাকায় গণসংযোগ করে এলাকাবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।#
তাং-০২.১২.২০২৫
Leave a Reply