1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের বারো দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন  ঈশ্বরদীতে যুবদলের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীকে ফুলের শুভেচ্ছা প্রদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক,কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের বলিষ্ট নেতৃত্বের প্রহর গুণছেন ঈশ্বরদী-আটঘরিয়ার সচেতন  ভোটারবৃন্দ রেলওয়ের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র ॥ রেলমন্ত্রনালয়সহ দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি উত্তরবঙ্গের অন্যতম শিল্পপতি সাহাবুদ্দিন মল্লিক নান্নুর ইন্তেকাল ॥ ভিভিন্ন মহলের শোক প্রকাশ ঈশ্বরদীতে বিভিন্ন মামলার ১৭ জন পলাতক আসামী গ্রেফতার ঢাকায় ঈশ্বরদী অ্যাসোসিয়েশন গঠণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা গঠনমূলক সাংগঠনিক কাজের মধ্য দিয়ে কুচক্রী মহলের মুখোশ উন্মোচ করে দিবে ———————জাকারিয়া পিনটু স্কুলছাত্রী রুপাকে অপহরণচেষ্টা ব্যর্থ, অভিযুক্ত নাইম পলাতক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রচিত সংবিধানের আলোকে আগামিতে দেশ পরিচালিত হবে-নাহিদ ইসলাম

বিভিন্ন রুট দিয়ে ঈশ্বরদীতে ডুকছে মাদক সহ নানা নিষিদ্ধ পণ্য

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭৬৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে পদ্মানদী হয়ে এবং বিভিন্ন সড়কপথে বাঘা,চারঘাট,লালপুর,আরামবাড়িয়া এবং ভেড়ামারা,পোড়াদহ,মিরপুর ও কুষ্টিয়া অঞ্চল থেকে প্রতিনিয়ত ইয়াবাসহ নানা প্রকার নিসিদ্ধ পণ্য আমদানী করা হচ্ছে।পদ্মানদীর বাঘা চারঘাট,লালপুর এলাকা থেকে শুরু করে ঈশ্বরদীর সীমান্তবর্তী সাঁড়া ইউনিয়নের পদ্মানদীর আরামবাড়ীয়া ঘাট,সাঁড়া ঘাট পাকশী পন্টুনঘাট ও পাকশী ঘাট এলাকা দিয়ে ঐসব নিসিদ্ধ পণ্য আমদানী করা হয়। এ কারণে আরামবাড়িয়া,পাকশী,লোকোসেড,ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকা,কলেজ রোডের লতিফের ধানখোলা ও আমবাগান এলাকা,চাঁনমারী মোড় এলাকা,পাকশী হঠাৎ পাড়া এলাকা,রুপপুর এলাকা,আওতাপাড়া বাঁশের বাধা এলাকা, সলিমপুরের বিভিন্ন স্থান, লক্ষিকুন্ডার বিভিন্ন চিহ্নিত স্থান,দাশুড়িয়া স্টেশন এলাকা,কালিকাপুর বাজার এলাকা,মুলাডুলি রেল স্টেশন ও বাজারের নিকটস্থ এলাকা,নতুনহাট এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ। ঐসব এলাকার যুব সম্প্রদায় প্রায় ধংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার ভুক্তভোগী অভিভাবক এবং মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানাগেছে।সূত্রমতে,দীর্ঘদিন থেকে একাধিক সিন্ডিকেডের মাধ্যমে নদী পথে নৌকা এবং সড়কপথে হোন্ডা,প্রাইভেটকার,ওষুধ কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর মালবাহী গাড়ীতে এসব মাদকদ্রব্য আমদানী করা হয়। আমদানী করার পর এসব পণ্য স্ব স্ব এলাকার চাহিদা অনুযায়ী বিক্রির পর ঈশ্বরদী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বিভিন্ন যাত্রীবাহী কোচ ও যানবাহনে করে ছদ্মবেশে অনেকেই সরাসরি লালনশাহ সেতু হয়ে এবং রেলগেট,ওয়ালিয়া,ঈশ্বরদী বাইপাস, বগামিয়া রোড ও মাজগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে।সূত্রমতে,সিন্ডিকেড সদস্যদের মধ্যে একাধিক নারী সদস্যও রয়েছে। ঐসব নারী সদস্যরা প্রকাশ্যে সমাজের বিভিন্ন স্তরে সাজগোজ করে চলাচল করে। আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সীল ও পরিচয় ব্যবহার করে থাকে যাতে তাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। কোন কোন ক্ষেত্রে তাদের দু’একজনকে বিভিন্ন সেক্টরে নেতৃত্বও দিতে দেখা যায়। দীর্ঘদিন ধরে এসব ব্যবসা করায় তাদের অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। সমাজের বিভিন্নস্তরে তাদের বেপরোয়া ও রাজকীয় চলাচলে ঈশ্বরদীর মানুষ অতিষ্ঠ। ঈশ্বরদী থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাঝে মধ্যেই বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ আটক করতে পারলেও পুরোপুরি সফল হচ্ছেনা। ঐসব মাদক ব্যবসায়ীরা এতই চতুর ও কৌশলী যে,ঈশ্বরদী থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাঝে মধ্যেই বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়। ঐসব মাদক ব্যবসায়ীরা এতই চতুর ও কৌশলী যে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কম সংখ্যক সদস্যরা সব অভিযানে সফল হতে পারেনা। তাছাড়া মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্য সংখ্যা কম থাকা এবং বেশী এলাকার দায়িত্বে থাকায় তাদের জন্য মাদক আমদানী ও বিক্রি বন্ধে পুরোপুরি সফলতা অর্জন করা কঠিন বলে অনেকেই মন্তব্য করেন। সুস্থ্য সমাজ সমাজ গঠন এবং যুব সম্প্রদায়কে ধবংসের হাত থেকে রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহন করবেন বলে সুশীল সমাজের প্রতিনিধিরা বিশ্বাস করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট