
স্টাফ রিপোর্টার ।। বেগম_খালেদা_জিয়া। ১৯৮৯ সালে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ছুরিকাঘাত প্রাপ্ত হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে আহত হয়ে রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম_খালেদা_জিয়া আমাকে দেখতে যান। ১৯৯১ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের নৌকার বিপরীতে বিএনপি’র পক্ষে দেশনেত্রী #বেগম_খালেদা_জিয়া আমাকে ডেকে ধানের শীষের মনোনয়ন দেন।

হাবিবুর রহমান হাবিব কে বিপুল ভোটে পরাজিত করে আমি সংসদ সদস্য নির্বাচিত হই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর_রহমানের মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি শক্ত হাতে দক্ষতার সহিত প্রতিষ্ঠিত করেছেন। তিনি আজ গভীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমার মাতৃ সম মহীয়সী নারী দেশনেত্রী #বেগম_খালেদা_জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি এবং পরিবারের সকল সদস্য, লক্ষ কোটি বিএনপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমার আন্তরিক সহমর্মিতা।দেশনেত্রী #বেগম_খালেদা_জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ রইল ।
Leave a Reply