
স্টাফ রিপোর্টার ।। আমি মনোনয়ন না চাওয়া সত্বেও বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন এবং তাঁর সংস্পর্শে রেখে পরিপূর্ণভাবে আমাকে মানুষ বানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ সোমবার দুপুরে পাকশী পাঁচ শহীদের মোড়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মা,মাটি ও মানুষের নেত্রী,গণতন্ত্র পুনরুদ্ধারের র্পূকার,আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার্থে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সেদিন আমাকে ধানের শীষে পরাজিত করে আমার ক্ষতি করেনি,ক্ষতি করেছে আপনাদের উল্লেখ করে প্রধান অতিথি বলেন,কুড়াল প্রতিক নিয়ে সেদিন আমার ধানের শীষের বিরোধীতা করেছিল যারা আমি তাদের বিরোধিতা করবোনা,আমি চাই তাদের ইমানী শক্তি ফিরে আসুক। আমি সেদিন মন্ত্রী হলে সেদিন ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষের ব্যানিফিট হতো। এমনকি পাবনা জেলার ব্যানিফিট হতো। আমার চলার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমার নির্বাচনে যারা বিরোধিতা করেছে তাদের বলতে চাই আমার কোন প্রতি হিংসা নেই।

পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ কবীর আহমেদের সভাপতিত্বে রেলশ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব,বিএনপি নেতা আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম, আক্তার মল্লিক, এটিএম,রুহুল আমিন বাবলু,আব্দুস সাত্তার বিশ্বাস,রঞ্জু আহমেদ,মোহাম্মদ আলী কাজল,ফজলুর রহমান মাস্টার,হিরোক সরদার,শ্রমিক দলের সভাপতি সোহেল রানা,পিএনএল আবুল কালাম,আলহাজ্ব আজি হক,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,ইউপি সদস্য পলি বেগম,যুবদল নেতা মাহফুজুর রহমান মনজু,শিশির আহমেদসহ আমরা বিএনপি পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার সুধি মন্ডলীর একাংশ উপস্থিত ছিলেন।দোয় া পরিচালনা করেন পাকশী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন জিয়ারউর রহমান একটি প্রতিষ্ঠান,একটি মতবাদ। এই মতবাদের বাইরে যারা যাবে আমরা তাদের ছাড় দেবোনা।কেউ যদি আমার উপর অবিচার করে আমি আল্লাহ তায়ালার উপর ছেড়ে দিয়ে তাদের শুভবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করবো।#
তাং–০৫.০১.২০২৬
Leave a Reply