নারায়নগন্জ সংবাদদাতা।। হেফাজতে ইসলামেের নেতা মামুনুল হক এক নারী সহ একটি আবাসিক হোটেলে অবরুদ্ধ, চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হোটেলে মামুনুল হক এক নারী সহ অবরুদ্ধ হলে খবর পেয়ে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন।
জানা যায়, হেফাজত নেতা আল্লামা মামুনুল হক আজ দুপুরে একজন নারী সহ তিন তারকা হোটেল রয়েল রিসোর্টে আসেন। ব্যাপারটি জানাজানি হলে স্হানীয় এলাকাবাসী, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা সেখানে এসে তাদের আটক করে এবং নারীর পরিচয় জানতে চান। মামুনুল সঠিক উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে আটকে রাখে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই নারী তার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। গত দুই বৎসর আগে বিয়ে করেছেন ঐ নারীকে। তবে তিনি অসংলগ্ন কথা বলছেন এবং কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না।
পরে খবর পেয়ে র্যাব, পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাাস্হলে উপস্হিত হয়ে ঐ নারীর পরিচয় জানার চেষ্টা করছেন।
সোনারগা উপজেলার ইউএনও আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।
Leave a Reply