মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক এখন পানির নিচে
-
প্রকাশিত :
রবিবার, ১৯ জুন, ২০২২
-
৪০২
বার দেখা হয়েছে
সিলেট সংবাদদাতা।। ভয়াবহ বন্যায় ভাসছে জনপদ। সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক এখন পানির নিচে। অনেক ঝুঁকি নিয়েই এ সড়কেই চলাচল করছে যানবাহন। ঘর বাড়ি ফসলের জমি সব কিছু পানির নিচে। সিলেট জেলার ভারতের সীমান্তবর্তী পাঁচ উপজেলার লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্দি।এদিকে শিশু,নারী,পুরুষ ও বযষ্কদের নিয়ে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার জায়গা নেই, খাবার নেই। ভবনের ছাদে আশ্রয় নিয়েছে গবাদি পশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা। নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসছেন অনেকেই। অসুস্থ-বৃদ্ধ মানুষকে তুলে নিয়ে আনা হচ্ছে আশ্রয় কেন্দ্রে। আবার অনেকে কোমর পানিতে দিনাতিপাত করছেন। অবর্ণনীয় দুর্দশা দুর্গত এলাকার মানুষের। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগ ব্যবস্থাও ভেংগে পড়েছে।বানভাসিরা জানান, অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। চারদিকে পানির কারণে রান্না-বান্না সব বন্ধ রয়েছে।সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ ১২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব এলাকায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৪০ লক্ষ মানুষ এখন পানি বন্দি অবস্হায় মানবেতর জীবন যাপন করছে।
শেয়ার করুন
আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply