স্টাফ রিপোর্টার।। শুক্রবার (২২শে জানুয়ারি) ভোরে সিরাজগন্জে রেল ইয়ার্ডে থাকা মাল গাড়ী থেকে গমসহ অন্যান্য মালামাল ডাকাতি করতে এসে আরএনবির ডিউটিরত দু’সিপাহীকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে ট্রেন ডাকাত দলের কুখ্যাত সদস্যরা।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ঈশ্বরদী অফিসের প্রধান পরিদর্শক ফিরোজ কবীর জানান, সিরাজগঞ্জ রেল স্টেশন ইয়ার্ডে গম ও ভুষি ভর্তি মাল গাড়ীতে ডিউটি করতেছিলো সিপাহী নাজমুলবারী ও সিপাহী শামীম হোসেন। রাত শেষে শুক্রবার ভোর রাতে একজন অস্ত্র ধারী ডাকাত এসে একটি ওয়াগনের দরজা কেটে গম বের করতে থাকে। এসময় ডিউটিরত সিপাহী নাজমুলবারী ও সিপাহী শামীম হোসেন তাকে পেঁছন থেকে জাপটে ধরলে পাশেই পালিয়ে থাকা আরও দু’জন ডাকাত এসে সিপাহীদের এলোপাতারি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। এ সময় পরিস্থিাতি বেগতিক বুঝে সিপাহীরা বাঁশি বাজালে ব্যারাক থেকে অন্য আরএনবি সদস্যরা এসে আহতদের উদ্ধার করে। তখন দু’ডাকাত পালিয়ে গেলেও মনির নামের এক ডাকাতকে তারা আটক করে। এবং জিআরপি থানায় সোপর্দ করে। সিপাহী নাজমুলবারী ও সিপাহী শামীম হোসেনকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আরএনবি সদস্যরা অস্ত্র ছাড়া লাঠি নিয়ে অন্ধকার রাতে ইয়ার্ডে ডিউটি করেন বলে ডাকাতসহ দুস্কৃতিকারীরা সহজেই হামলা করে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমান সময়ে অস্ত্র ছাড়া আরএনবি সদস্যদের অন্ধকার রাতে স্টেশন ইয়ার্ডে ডিউটি করা মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞ মহলসহ আরএনবি সদস্যরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষতিয়ে দেখা জরুরি বলেও তারা মনে করেন।
Leave a Reply