স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদীতে সানফ্লাওয়ার প্রিপারেটরী স্কুলের ষষ্ঠ তলা ভবন পূণঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে স্কুল চত্বরে ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদীর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা। এসময় সানফ্লাওয়ার প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক এনামুল হকের সভাপতিত্বে প্রধান শিক্ষক আবুল হাসেম, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মান্নান সরদার ও ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply