স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে ট্রেনের টিকিট বই চুরি করে বিক্রয় করার অভিযোগে রেলওয়ের টিএলআর পদে কর্মরত(অস্হায়ী চাকরী) সৌরভ হোসেনকে
বিনাশ্রমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাকশীর ডিআরএম অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, মঙ্গলবার সকালে রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্হাপক (ডিআরএম) এর
কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান এই কারাদন্ডাদেশ দেন।
কারাদন্ড প্রাপ্ত সৌরভ হোসেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের
মাহবুবুল আলম ডাবলুর ছেলে।
পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, সৌরভ হোসেন অস্হায়ী ভিত্তিতে (টিএলআর) হিসেবে তাঁর অফিসে কাজ করতেন। কোন এক সময় গোপনে সৌরভ ট্রেনের টিকিট বই চুরি করেন। পরে বই
থেকে ৯৩৮ টি টিকিট ট্রেন যাত্রীদের নিকট বিক্রয় করেন। টিকিট বিক্রয়ের এক লাখ ১৯ হাজার ৯২০ টাকা আত্মসাত করেন। বিষয়টি নজরে আসার পর গোপন তদন্তে পাকশীর ডিআরএম ও ডিইএন/২ দু’জন মিলে টিকিটের বই চুরি ও টিকিট
বিক্রয় করে টাকা আত্মাসাতের সত্যতা পান।
এরপর সৌরভকে ভ্রাম্যমান আদালতে
তোলা হলে আদালত তাকে এই কারাদন্ডের আদেশ প্রদান করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, রেলওয়ের টিকিট চুরি ও সরকারী আদেশ অমান্য করার অপরাধে টিএলআর সৌরভ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply