স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সকালে ঈশ্বরদীতে নির্মানাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমের নির্মাণ কাজের সাইটে দূর্ঘটনায় মামুন,জিল্লুর রহমান,জাহিদুল ইসলাম,আসাদুজ্জামান পলাশ,আব্দুর রহমান,কিরণ প্রামানিক,আবু সাইদ,লিটন হোসেন,মেহেদী হাসান ও জুয়েল বিশ্বাসসহ ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত মামুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল নির্মাণের জন্য বাঁধা রড হেলে পড়লে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী শ্রমিকরা জানান, নিকিম কোম্পানীর একটি ইউএফসি-৬ এলাকায় ইউকেএস ভবনের ৪০ ফুট উচ্চতা সম্পন্ন ভবনের মাথায় কাজ করার সময় ৩৬ ফুট দেয়াল নির্মানের জন্য বাঁধা ২৮ মিলি মিটার রড হেলে পড়লে দূর্ঘটনা ঘটে।
Leave a Reply