স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে পাঁচ হাজার একুশ দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা বিতরণ কাজ শুরু করা হয়েছে।
পৌর মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় প্যানেল মেয়র আবুল হাসেম, কাউন্সিলর কামাল হোসেন, জাহাঙ্গির হোসেন, আব্দুল লথিফ মিন্টু, রহিমা খাতুন, আমিনুল হকসহ অন্যান্য কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ভিজিএফ এর নগদ অর্থ বিতরণের প্রথম দিনে সোমবার চার শত পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয় ৫’শ টাকা করে। বাকিদের পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হবে বলে পৌর মেয়রের সুত্রে জানা গেছে।
Leave a Reply