স্টাফ রিপোর্টার।। লকডাউনের কারণে দূরপাল্লার গাড়ি সব বন্ধ আছে। কিন্তু পরিবারের সঙ্গে ঈদ করতেই হবে। তাই জীবনের ঝুকি নিয়ে ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবাহন ও মালবাহী ট্রাকে করেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষজন। যানবাহন না পেলে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন। পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়, তাতে কি ঈদ উদযাপন করতে কো বাড়ি যেতেই হবে।
ফেরী ঘাটেও মানুষের উপচে পড়া ভিড়। নেই কোনো স্হাস্হ সচেনতা। দেখে মনে হচ্ছে দেশে কোনো করোনা মহামারিই নেই।
গাড়ির ভাড়া দুইতিন গুন বেশী দিয়েই রওনা হচ্ছেন নিজ নিজ বাড়ির উদ্দ্যশে স্বজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য।
এদিকে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে যাক্রীদের চাপ বাড়ায় রাস্তায় গাড়ির চাপও বেড়েছে। কোনো কোনো স্হানে রাস্তায় সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। রাস্তায় দেখা যাচ্ছে শতশত মালবাহী ট্রাকে ঘরমুখো মানুষের ভিড়। বৃষ্টি আর মহামারী উপেক্ষা করে এ যেনো ঘরে ফেরার এক যুদ্ধ।
Leave a Reply