স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন-২০২২-২৩ চতুর্থ কোয়াটারে অংশীজনে অংশ গ্রহণের বিএসআরআইএর উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুগার গবেষণা ইনস্টিটিউটের এএসএম কামালউদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএসআরআইএর মহাপরিচালক ড.মোঃ ওমর আলী। বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন, নর্থবেঙ্গল চিনিকলের মহা-ব্যবস্থাপক অর্থ হিরন্ময় বিশ্বাস, নর্থবেঙ্গল চিনিমিলের মহা-ব্যবস্থাপক
কৃষি আসহাব উদ্দিন। বিএসআরআইএর পরিচালক টিওটি
ইসমাৎ আরা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব শাজাহান আলী বাদশা, কৃষকলীগের সভাপতি ফজলুর রহমান মালিথা ও কৃষকনেতা মুরাদ আলী মালিথা।
কর্মশালায় পাহাড়, জলাশয়, উঁচু জমি ও নদীর চরে বালুমাটিতে আখ চাষ, হাইড্রোজমুক্ত গুড় উৎপাদন, রানী উঁইপোকা নিধন, আখের জমিতে সাথী ফসলের আবাদ
ও উপকারীতাসহ নানাবিধ বিষিয় আলোচনায় স্থান পায়।
প্রধান অতিথি ড. মোঃ ওমর আলী বলেন, ধানকাটা ও গম কাটার জন্য রিপার মেশিনের ব্যবস্থা করার উপর জোর দিয়ে বলেন, জাতীয় সংসদের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্রধানমন্ত্রী পর্যায়ে সমস্যা তুলে ধরে গবেষনা, কৃষকের উন্নয়ন, ফসলের উৎপাদন বৃদ্ধি, ফসল উৎপাদনের সাথে খরচের ভারসাম্য ঠিক রেখে কাজ করতে পারলেই আমরা লাভবান হব। এখনও কিন্ত গবেষনা মূল ধারাতেই এগিয়ে যাচ্ছে। খেজুর, তাল, সুগারবিটের সাথে সাথে এখানে ব্যাপক হারে আখের গবেষনা হচ্ছে। তিনি বলেন,
অভাব অভিযোগ আছে তারপরে আমাদের যে সামর্থ আছে তার মধ্য থেকেই আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাহাল্লাহ। কর্মশালায় কৃষক প্রতিনিধি ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply