স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল বারী সরদার গতকাল ইন্তেকাল করেছেন।
বিএনপি দলীয় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল বারী সরদার গতকাল রাত ১০-৪৫ মিঃ এ শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে তার নিজেস্ব বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর।
তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে পাবনা সরকারী এ্যাডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন, এক সময় তিনি বাম রাজনিতীর সাথেও জড়িত ছিলেন, পাবনা-৪ আসনের বিএনপি দলীয় জাতিয় সংসদ নির্বাচিত হন, এবং শেষ সময়ে তিনি ঈশ্বরদী উপজেলা বিএনপির (একাংশ) আহবায়ক ছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে সহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে যানাজা আজ শুক্রবার বেলা ৩ টায় ভাড়ইমারিতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্হানে তাঁর দাফন সম্পূূূূর্ন করা হবে।
Leave a Reply