1. admin@sadhinotarkontho.com : admin :
  2. akter.panna.1@gmail.com : akter.panna.1 :
  3. mdashrafishurdi@gmail.com : Ashraful Abedin : Ashraful Abedin
  4. masud@sadhinotarkontho.com : masud :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী ঈশ্বরদী লোকোসেড ও জংসন স্টেশন আধুনিকায়ন করাসহ সকল সমস্যার সমাধান করা হবে–রেলপথ সচীব ঈশ্বরদীর রুপপুর পুলিশ ফাঁড়ির এসআই কান্তি কুমারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে  মহল্লায় হাসেম আলী বিশ্বাসের মৃত্যুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের গভীর শোক প্রকাশ যেসব ব্যক্তিরা সাধারণ মানুষ ও দেশের উন্নয়নে সততার সাথে রাজনীতি করে তাদেরকে কোন অপশক্তিই পরাজিত করতে পারেনা—– সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার  ঈশ্বরদীতে  নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত ও ঈশ^রদী পুলিশ স্টেশন পরিদর্শন পাকশীতে  থানা পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের অনুসারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় মোঃ আবির হাসান শ্রাবন এর সন্ধান চাই বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত জামায়াতে ইসলামী লালপুর শাখা কার্যালয়ের উদ্বোধন

প্রাক্তন সোহিনীকে নতুন জীবনের শুভেচ্ছা রণজয়ের!

  • প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রাক্তন কি বন্ধু হতে পারে ? এই প্রশ্ন নিয়ে আলোচনা অন্তহীন। কিন্তু হালে কলকাতার অনেক তারকাই দেখিয়েছেন, আলাদা – আলাদা থেকেও পরস্পরের ভালো চাওয়া চায়। এবার সেই পথে হাঁটলেন আরও একজন। প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সোহিনীকে নতুন জীবনের শুভকামনা জানালেন অভিনেতা রণজয়। একটা সময় সোহিনী – রণজয়ের প্রেমের ঘনিষ্ঠতা নিয়ে কম আলোচনা হয়নি। তারা সহবাস সম্পর্কেও ছিলেন। কিন্তু হঠাৎ করেই এই জুটির প্রেমের ছন্দপতন। রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর এখন শোভনের হাত ধরেছেন সোহিনী।

অন্যদিকে রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া জারি রয়েছে। মাস কয়েক আগে পর্যন্ত ‘গুড্ডি’ সিরিয়ালের সহশিল্পী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের নাম জড়িয়েছিল। এবার তার নাম জড়িয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’র সহঅভিনেত্রী মিশমির সঙ্গে।

কলকাতার গণমাধ্যম থেকে জানা যায়, প্রেমচর্চায় সাম্প্রতিক সময়ে নাকি রণজয় ক্লান্ত। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা। তাই আমায় নিয়ে গল্প। …কোনওদিন লুকিয়ে কিছু করিনি। সম্পর্ক হলে নিজেই বলবো। ২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯ এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক।

সোহিনীর সঙ্গে পুরোনো প্রেমের স্মৃতি রোমন্থন করে রণজয় বলেন, দার্জিলিংয়ে অদ্ভুতভাবে সম্পর্কটা শুরু হয়েছিল। দু’বছর পর একই জায়গায় আবার আমাদের দেখা হয়েছিল। অনেক মুহূর্ত তৈরি হয়েছিল। তবে প্রথম দেখার প্রেমে বিশ্বাসী নন রণজয়। প্রথম দেখায় ভালো লাগা তৈরি হতে পারে, কিন্তু ভালোবাসা নয়, দাবি অভিনেতার। বললেন, লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বলে কিছু হয় না। এগুলো এক ধরনের বিলাসিতা। ভালবাসা জীবনের একটা বড় অধ্যায়। প্রথম দেখায় কাউকে ভাল লাগতে পারে। দায়িত্ব, পাশে থাকা, অনেক পরিস্থিতি একসঙ্গে কাটালে ভালবাসা হয়। খুব গভীর সম্পর্ক, যেখানে কখনও ভাঙন আসবে না। ‘আই লাভ ইউ’ বললেই ভালবাসা হয়ে যায় না।

জানা যায়, সোহিনীর সঙ্গে সম্পর্কে থাকলেও, আজ পর্যন্ত নাকি কাউকেই প্রোপোজ করেননি রণজয়। আজীবন তার সঙ্গেই কাটাবেন এখনও এমন মানুষ খুঁজে পাননি শ্বেতার নায়ক। প্রসঙ্গত, সোহিনীর আগে ইমন চক্রবর্তী ও স্বস্তিকা দত্ত’র সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। ইমনের সঙ্গে শোভনের বন্ধুত্ব আজও অটুট, তবে স্বস্তিকার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ!

নায়ক – নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক – এটা বিশ্বাস করেন রণজয়। সহশিল্পী শ্যামৌপ্তির সঙ্গে প্রেমচর্চা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, ভারতবর্ষে সিনেমা করলে বা সিরিয়াল করলে হিরো – হিরোইনদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বভাবিক। সেখানেই তারা সফল। হয়তো তারা মন দিয়ে কাজটা করেছে। প্রোজেক্ট শেষ হওয়ার পরেও লোকজন যদি এমনভাবে তাহলে হয়ত কোথাও গিয়ে আমরা মন দিয়ে কাজটা করতে পেরেছিলাম। তাহলে রণজয় কি এখন সিঙ্গল ? প্রশ্ন শুনে মুচকি জবাব, আমি তো অনেক দিন ধরেই সিঙ্গল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট