স্টাফ রিপোর্টার॥ সহোদর ভাইসহ চাচাত ভাই নুরুল ইসলাম ও সোবহানের অত্যাচার, নির্যাতন, হুমকি-ধামকি প্রদানের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ঈশ্বরদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত দশটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নির্যাতিত ছোট বোন, অপর সহোদর ভাই ও ভাবী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে বক্তব্য দেন, ঈশ্বরদীর চরসাহাপুরের মোছা: তাসলিমা বেগম ও তার স্বামী নুরুজ্জামান বিশ্বাস ও মোছা:পারুল বেগম। বক্তারা অভিযোগ করে বলেন, সোবহান ও নুর ইসলাম দীর্ঘদিন থেকে আমার পরিবারের উপর অমানুষিক অত্যাচার-নির্যাতন, হুমকি-ধামকি ও বাড়িতে মাদকদ্রব্য রেখে আমাদের ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। তারা আরও বলেন, তাদেরক্রয়কৃত জমিতে আবাদ করতে দিচ্ছেনা । নিজ জমিতে ঘর তৈরিতেও বাধা দিচ্ছে। এসব বিষয়ে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানানোর পরও তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেননা অভিযুক্তদের হুমকি-ধামকি ও খারাপ আচরণের কারণে। এসব অভিযোগের বিষয়ে ঈশ্বরদী থানায় পৃথক অভিযোগ করা হয়েছে ।
থানা পুলিশ নির্যাতন করতে নিষেধ করার পরও তারা নির্যাতন বন্ধ করেনি বলে জানান। শুধু তাই নয় উক্ত সোবহান বিশ্বাস আমাদের বাড়ির নিকটস্থ মাঠে কাজ করতে যাওয়ার সুযোগে আমার রান্নাঘরে ঢুকে ভাতের পাতিলে থাকা ভাতের মধ্যে বিষ মিশিয়ে আমাদের হত্যার অপচেষ্টা করে। এছাড়া তারা এতই হীনমনের মানুষ যে, আমার মেয়ে লামিয়াকে কবিরাজ পড়ানো মিষ্টি খাওয়ানো হয়েছিল । যে কারণে সে দীর্ঘদিন অসুস্থ থাকে। এছাড়াও ১৭ বছর আগে আড়াই কাঠা জমি রেজিষ্ট্রি করে দেওয়ার শর্তে নগদ ৪০হাজার টাকা নিয়েও অদ্যবধি জমি রেজিস্ট্রি করে না দিয়ে নানাভাবে নাজেহাল করছে। এমনকি পারুলের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিও জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার জন্যও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
Leave a Reply