স্টাফ রিপোর্টার ।। পাবনা সদর সার্কেল এডিশনাল এসপি ইবনে মিজানকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার জমশেদ উদ্দিন ভুইয়া স্মৃতি পরিষদ, দৈনিক পাবনার খবর এবং দি ডেইলি মনিং টাচের উদ্যোগে রানা শপিং কমপ্লেক্সে এই বিদায় সংবর্ধণা ও ক্রেষ্ট প্রদান করা হয়। একই সময় পাবনার নবাগত এডিশনাল এসপি মাসুদ আলমকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ উপলক্ষে জমশেদ উদ্দিন ভুইয়া স্মৃতি পরিষদ, দৈনিক পাবনার খবর এবং দি ডেইলি মনিং টাচের সম্পাদক ও প্রকাশক এমজি বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে এবং ৭১ টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও পাবনা প্রেসক্লাবের সদস্য আব্দুল জব্বার ও দৈনিক পাবনার খবর এবং দি ডেইলি মনিং টাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন। বিদায়ী অতিথি ইবনে মিজান কে বিদায় সংবর্ধণা ও ক্রেষ্ট প্রদান করা হয়। একই সময় পাবনার নবাগত এডিশনাল এসপি মাসুদ আলমকে ফুল দিয়ে বরণ করা হয়।
Leave a Reply