স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার পাবনা জেলার হৃৎপিন্ড বলে পরিচিত ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতুর মাঝ খানে পদ্মা নদীর গাইডবাধে হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট ও লালন শাহ কফি হাউজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে লালন ভক্ত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ১ জানুয়ারি/২০২১ ইং তারিখ দিনব্যাপি রুপপুরের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন (মুক্তি)র পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐদিন বেলা এগারোটায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপির পক্ষে পুত্র উদীয়মান যুবলীগ নেতা তৌহিদুর রহমান দোলন বিশ্বাস ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না, আওয়ামীলীগ নেতা রেজাউল হক রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েতউল হক,জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার (জেএসএস) সাধারণ সম্পাদকআব্দুর রউফ জোয়ার্দার বিপুলসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা ফিতা কেটে হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পট এন্ড লালন শাহ কফি হাউজের উদ্বোধন করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন,সাবেক এমপি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সরদার, নাট্য পরিচালক ও অভিনেতা টিএ পান্না, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মালিথা, সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হাসান, যুবলীগ নেতা আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত লালনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply