আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বুধবার বলেছেন, ইউক্রেন রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে দেশটির ভূখ-ে হামলা জোরদার করেছে। খবর এএফপি’র।
দুই বছরেরও বেশি সময় আগে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া এ সপ্তাহে তাদের ভূখ-ে সবচেয়ে বেশি হামলার সম্মুখীন হয়েছে।রিয়া-নভোস্তিনিউজ এজেন্সি পুতিনের বরাত দিয়ে বলেছে, ‘আমার কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত করা।’
আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের মধ্যদিয়ে পুতিন আরো ছয় বছরের জন্য তার ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন।এ শতাব্দীর শুরু থেকে তিনি রাশিয়া শাসন করে আসছেন।
Leave a Reply