স্টাফ রিপপোর্টার ।। অবিশ্বাস্য হলেও সত্য যে, আছিয়া বেগম নামে এক গৃহবধু দুই মাথা,তিন হাত ও তিন পা বিশিষ্ট একটি অস্বাভাবিক ছেলে সন্তান প্রসব করেছেন। শনিবার সকালে ঈশ্বরদীর একটি বেসরকারী আলো জেনারেল হাসপাতালে এই অস্বাভাবিক ছেলে সন্তান প্রসবের ঘটনাটি হয়েছে। সিজার না করেই নরমালে সন্তান প্রসব করানো হয়েছে। এটি হলো নাটোর জেলার দূর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের তৃতীয় সন্তান প্রসবের ঘটনা। সন্তানটিকে মৃত অবস্থায় সফলভাবে প্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধু আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে ডাক্তার শামীম সাংবাদিকদের জানান।
Leave a Reply