স্টাফ রিপোর্টার।। আগামিকাল ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবসকে সামনে রেখে দাশুড়িয়া হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে চলতি বছর ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়। সেইসব কর্মসূচির আলোকে দাশুড়িয়া হাইওয়ে থানা পুলিশের পক্ষ প্রতিদিন নানা কারণে মামলা করা হচ্ছে। বছরের শুরু থেকে ইতিমধ্যে প্রায় ১২’শ মামলা রুজু করা হয়েছে। ব্যানার ফেস্টুন ঝুলিয়ে এবং লিপলেড বিলি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে চুরি ডাকাতি ছিনতাই ঘটনা রোদ প্রতিরোধ কল্পে বিভিন্নভাবে দায়িত্ব পালন করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধি কর্মসূচী অব্যাহত রাখায় এবং মামলা দায়েরসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকায় বিভিন্ন যানবাহনের যাত্রী, যানবাহন মালিক, এবং এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হচ্ছে। প্রতিদিনই যাত্রী,যানবাহন মালিক ও এলাকাবাসী প্রশংষা করায় পুলিশেরও কাজের প্রতি আগ্রহ বাড়ছে বলে নিরাপদ সড়ক চাই কর্মসূচি সফল হতে চলেছে।
Leave a Reply