মাসুদ রানা, ঢাকা : জীবন মানে কি’এই শিরোনামে শিল্পী পলি শারমিনের গানের মোড়ক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আকরম খাঁ হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সমাজের জন্য শিক্ষনীয় বাস্তব ধর্মী এই গানের কথা লিখেছেন শিল্পী পলি শারমিন নিজেই এবং তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই গানের কথায় কোন ভুল ধরতে পারলে ১কোটি টাকা পুরস্কারের।এ গানের সংগীত পরিচালক সুমন কল্যাণ।
এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী পলি শারমিন বলেন,এটি একটি ‘জীবন মুখি গান’যা সববয়সী মানুষের কাছে ভালো লাগবে এবং নতুন প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষনীয়। এই আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার,সুরকার ও সঙ্গীত পরিচালক এবং গীতিকাব্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন খন্দকার’সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply