বিনোদন প্রতিবেদক : বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত প্রথম ‘ডন’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ওই ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। এর আগে ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবিটি।অমিতাভের ডন ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানে তার সঙ্গে দর্শক দেখেছিল হেলেনকে। আর শাহরুখের ছবিতে হেলেনের চরিত্রে আসেন কারিনা। এই গানে বাদশার সঙ্গে কারিনা’র সমীকরণ নিয়ে এখনও অনুরাগী মহলে চর্চা অব্যাহত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ‘ডন ৩’ ছবিতে কারিনা’র মতো একটি চরিত্র রাখার পরিকল্পনা করেছেন নির্মাতা ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে জাহ্নবী কাপুরের কাছে। সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবীকে। এরপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে।
শোনা যাচ্ছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আর তাতে জাহ্নবীকেই তাদের পছন্দ। ধারণা করা হচ্ছে, খুব দ্রুত এই প্রসঙ্গে নির্মাতারা ঘোষণা করতে চলেছেন। এখন হেলেন ও কারিনার পর জাহ্নবী দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, তার উত্তর দেবে সময়।
Leave a Reply