ডেস্ক প্রতিবেদক : চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ১১২ জনের মৃতদেহ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩২ জনের লাশ সনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, চিলির ৪০টি স্থানে এখনো দাবানল সক্রিয় রয়েছে।
এ অবস্থায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানান, পরিস্থিতি মোকাবেলায় তিনি সব ধরণের পদক্ষেপ নেবেন। চিলির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ধারণা করা হচ্ছে। হতাহতের মধ্যে অনেকেই গ্রীষ্মকালীন ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলটিতে এসেছিলেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অঞ্চলটিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন। এছাড়াও চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে তিন হাজার থেকে ছয় হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে বলে জানানো হয়।
Leave a Reply