এ্যাড, হেদায়েতুল হক।। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরলকান্দি গ্রামের মো: জামাল উদ্দিনের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসেন বিপ্লব কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। জানা যায়, ভেড়ামারা উপজেলার মোঃ মসলেম উদ্দিন এর মেয়ে রত্না খাতুন এর সাথে দীর্ঘ দুই বছর সম্পর্কের পরে গত। ১ লা নভেম্বর ২০২০ সালে রত্না খাতুন কে মুলাডুলি কাজী অফিসে বিয়ে করে। কিছু দিনেই মাথায় আব্দুল্লাহ হোসেন বিপ্লব যৌতুকের টাকার জন্য স্তীকে শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে। পরে স্ত্রী রত্না খাতুন ঘরের আসবার পত্র সহ নগদ টাকা এনে দেয়, যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা তারপরেও ঘাতক আব্দুল্লাহ আরও টাকার জন্য নির্যাতন চালাতে থাকে। এইভাবে নয় মাস কেটে যায়, রত্না খাতুন তার বাপের বাড়িতে বেড়াইতে গেলে ফোনে আব্দুল্লাহ্ সাথে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ থাকে। পরে তার চাচার কাছে জানতে পারে তাহাকে তালাক দিয়েছে। একপর্যায়ে রত্না খাতুন কুষ্টিয়া কোটে় মামলা করে যার মামলা নং ২৩৩/২১। পরে গত ২৫ জুলাই ঈশ্বরদী থানা পুলিশ আব্দুল্লাহ কে আটক করে এবং ২৬ জুলাই পাবনার কোর্টে প্রেরণ করে বলে ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা যায়।
Leave a Reply