নিজেস্ব সংবাদদাতা।। কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিস জানিয়েছেন, কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাক্রা ছিলো ৫.৫ ডিগ্রী সেলসিয়াস।
কৃষি আবহাওয়া অফিস জানায়, কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববার জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বনিন্ম তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলতে পারে বলে জাননো হয়।
শীত ও কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। সারাদিন সুর্যের দেখা না মেলায় উত্তরের হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এতে করে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাপন।
বেশী বিপদে পড়েছে এই এলাকার হত দরিদ্র ছিন্নমূল মানুষেরা। অতিরিক্ত ঠান্ডার কারনে শ্রমজীবিরা কাজে যেতে পারছেনা। ফলে তাদের দূর্ভোগ চরমে পৌঁচেছে জীবন যাত্রা থমকে দাঁড়িয়েছে।
শীতের তিব্রতা বাড়ার সাথে সাথে গরীব অসহায় মানুষেরা গরম কাপড়ের অভাব অনুভব করছে। দূর্ভোগে পড়েছে এলাকার শিশু, বৃদ্ধ সহ নিম্ন আয়ের বাসিন্দারা।
দেশের এই দারিদ্রতম জেলার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সরকারী ও বেসরকারীভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তূলনায় একেবারে কম।
Leave a Reply