অর্থনৈতিক ডেক্স।। ‘কোভিট ১৯’ এর কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্হ ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
এই ঋণ বাংলাদেশে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মধ্যে বিতরন করবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে। গত মঙ্গলবার (৮ইডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এডিবি এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৮ সালে অনুমোদিত এক চলমান প্রকল্পের কার্যক্রমে পিকেএসএফ মোট ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রো এন্টারপ্রাইজের মধ্যে দিয়ে ঋণ বিতরণ করবে। বাংলাদেশের প্রায় ৩০ হাজার প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই ঋণ যার মধ্যে ৭০ শতাংশ উদ্যোক্তাই নারী।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশের প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোৎস্না ভার্মা বলেন ‘এই প্রকল্পের টাকা গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখবে। এখান থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং তাদের কর্মী ধরে রাখতে পারবেন। মহামারীর কারনে যে সকল নারী উদ্যোক্তারা ক্ষতিগ্রস্হ হয়েছেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন’ বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply