স্টাফ রিপোর্টার ॥ রবিবার (৩১শে অক্টোবর) দুপুরে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় সাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থীর পক্ষে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। চেয়ারম্যান প্রার্থী ও সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল উদ্দীন সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বশির আহম্মেদ বকুল মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, এম,রশিদ উল্লাহ , অধ্যাপক আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা মীর জহুরুল ইসলাম পুনো, আব্দুল খালেক,আতিয়ার রহমান ভোলা, প্রকৌশলী শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান মিঠু ও পারভীন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দলমত নির্বিশেষে সকল প্রকার ভেদাভেদ ভুলে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
Leave a Reply