স্টাফ রিপোর্টার ।। দেশের উত্তর-দক্ষিনাঞ্চলের প্রবেশপথ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঈশ^রদী রেলওয়ে জংসন স্টেশনে বয়স্ক, শিশু ও অসুস্থ্য যাত্রীদের সুবিধার্থে নির্মানাধীন ফুটওভার ব্রীজের সাথে চলন্ত সিঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঈশ্বরদী রেলস্টেশন প্লাট ফরমে ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব ও সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন-সমাবেশে পাবনা জেলা কৃষকলীগ নেতা আসাদুর রহমান বীরু, রেজাউল করীম ফেরদৌস,আ.ফ.ম.রাজিবুল আলম ইভান, শহিদুল হাসান, ওয়াহেদ আলি সিন্টু, রিফাত বিশ্বাস লালন ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে নির্মানাধীন ফুটওভার ব্রীজের সাথে বয়স্ক, শিশু ও অসুস্থ্য যাত্রীদের সুবিধার্থে চলন্ত সিঁড়ি স্থাপনের দাবি জানান।
Leave a Reply