স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। ঈশ্বরদীতে অবৈধভাবে ভাটায় ইট তৈরী ও পরিবেশ দূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়টি ইট ভাটা মালিকদের আড়াই লাখ
টাকা জরিমানা করা হয়েছে। ঈশ্বরদী লক্ষিকুন্ডা
ইউনিয়নের কৈকুন্ডা, বিলকেদার এলাকায় অবস্থিত মেসার্স এনএসটিপি ব্রিকস ও মেসার্স বিথার ব্রিকসসহ কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করে দুুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার দিনব্যাপি বিলকেদারসহ কয়েকটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির। এ সময় ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করা এবং ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০১৩ অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর অপরাধে ঐসব ভাটার মালিককে জরিমানা করা হয়।
Leave a Reply