এস.এম.জামান ।। পাঠক সৃষ্টির মাধ্যমে বসবাসযোগ্য সুস্থ্য সমাজ গঠন সহজ হয় বলে মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব । ঈশ্বরদীর মুলাডুলি মুক্তমঞ্চে শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত পাঠকমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে ফিতাকেটে বাংলাদেশের প্রথম পাঠক মেলা ও একদিনের বইমেলার উদ্বোধন করেন,বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার। প্রভাষক ও কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অধ্যক্ষ তুঘলক হোসেন,পাঠক মেলা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,বিএনপিনেতা আব্দুর রাজ্জাক, এনামুল হক,ফিরোজুল হক, আমিনুর রহমান, পাঠক মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট লেখক ও কবিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেখক মোশারফ হোসেন মুসাসহ পাঁচজন কবিকে সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বর্ণাঢ্য র্যালি বের করা হয়।#তাং-28.02.2025
Leave a Reply