স্টাফ রিপোর্টার ॥ সোমবার (১০ ই মে) বিকেল ও রবিবার (৯ ই মে) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ নগদ ৯৫ হাজার টাকা ও ৩৫ কেজি গাঁজা সহ জহুরুল ইসলাম নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক জহুরুল ইসলাম বাঁশের বাদা গ্রামের মজিবর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রবিবার মধ্যরাতে বাঁশের বাদা গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ জহুরুলকে গ্রেফতার করা হয়। এসময় অন্য একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে জহুরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ঐ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১৯ কেজি গাঁজা ও নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে এই বিশাল গাঁজার চালান, নগদ টাকা ও ব্যবসায়ীকে আটক করতে পারায় পুলিশকে অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদীর সচেতন মহল।
Leave a Reply