স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ রবিবার (২রা জানুয়ারী) বিকেল সাড়ে পাঁচটায় ঈশ্বরদী-পাবনা রোডের ডাকবাংলোর সামনে রিক্সা ও মালবাহী অবৈধ ভুডভু’ডির সংঘর্ষে ঘটনাস্থলেই রিক্সাচালক নিহত হয়েছে। নিহত রিক্সাচালক ঈশ্বরদীর লোকোসেড ফতেমোহাম্মদপুর এলাকার মৃত মোস্তাকিনের ছেলে মোঃ নাসিম(৬০)। রিক্সাটি রাস্তা পার হওয়ার সময় পোস্ট অফিস এলাকা থেকে শহর অভিমুখে আসার পথে মালবাহী ভু’ডভু’ডি রিক্সাকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি বলেন, চালক পলাতক হলেও ভু’ডভু’ডিটি আটক করা হয়েছে।
Leave a Reply