শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত
-
প্রকাশিত :
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
-
৫৬৩
বার দেখা হয়েছে
প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে মোটরসাইকেল ও
ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে রাফিক হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্রার পর ঈশ্বরদীর প্রত্যন্ত এলাকা আওতাপাড়া-রূপপুর সড়কের ছলিমপুর ইউনিয়নের কদিমপাড়া এলাকায় এ র্দুঘটনা ঘটে। নিহত রাফিকের বাড়ি সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে। এ সংবাদ লেখা পর্যন্ত তার পিতার নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয়দের স‚ত্রে জানা যায়, কদিমপাড়া এলাকায় ঐসময় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী রাফিক। স্থানীয়রা তাকে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
শেয়ার করুন
আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply