স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীতে
পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় পথচারী মিজানুর রহমানসহ
(৫৫) তিন ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে মিজানুর
রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঈশ্বরদী
হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জয়নগর গ্রামের
মৃত রহমত আলীর ছেলে। অজ্ঞাতনামা বাকিদের প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষ দর্শী ও দমকল বাহিনী সূত্র জানায়, বেলা সাড়ে বারোটায় ঈশ্বরদী–আইকে রোড দিয়ে মিজানুর রহমান পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বড়ইচারা হাটের সামনে পেছন থেকে একটি অবৈধ নছিমন ধাক্কা দিলে সে রাস্তায় লুটে পড়ে দূর্ঘটনা ঘটে। অপর দিকে বেলা পৌনে একটায় একইস্থানে একটি দ্রুতগামী ট্রাককে
সাইড দিতে গিয়ে অপর একটি হোন্ডা উল্টে গিয়ে
অজ্ঞাতনামা দু’ব্যক্তি আহত হন। ঘটনার পর স্থানীয়রা
তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে
দেন।
Leave a Reply