স্টাফ রিপোর্টার,ঈশৃবরদী।। ঈশ্বরদী-সাঁড়াঘাট রোডের বিএনপি নেতা আস্তুলের পিয়ারপুরস্থ ধানখোলার পুকুর থেকে ভাসমান অবস্থায় সুমন (৩৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার বেলা বারোটায় সুমনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা
পুলিশে সংবাদ দেয়। সুমনের পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, গত ছয়দিন আগে সুমন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে সে নিখোজ থাকে। অনেক
খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের
লোকজন অনেকটা হতাশার মধ্যে দিন কাটাতে থাকে। এদিকে সুমনের মরদেহ পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করায় এলাকাবাসীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ বলছেন ,সুঠাম দেহের সুমনকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে। আবার কেউ বলছেন, সুমন যাদের সাথে চলাচল করত তাদেরকে এবং তার
পরিবারের সদস্যদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই
সুমন হত্যার রহস্য উদঘাটন হবে।
Leave a Reply