প্রতীকি ছবি
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।।\ রবিবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেল রেললাইনে মুলাডুলি আউটার সিগন্যালের নিকট ৯৯ আপ ঢাকা গামী লোকাল ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে শিল্পী বেগম (৩৩) নামক এক গৃহবধু। সে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের জনি প্রামানিকের স্ত্রী। ঘটনার সময় শিল্পী বেগম চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কেউ কেউ বলছেন, পারিবারিক দ্বন্দে ও অসাবধানতা বশত: এবং কেউ কেউ বলছেন, মানষিক রোগী হওয়ার কারণে সে ট্রেনের নীচে ঝাঁপ দিতে পারে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনঅর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply