স্টাফ রিপোর্টার,॥ ঈশ্বরদী মিরকামারী চাঁদ আলীর মোড় এলাকার অসহায় দিন মজুর ফুরকান মালিথা (৫০) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রবিবার (১০ই জানুয়ারী) ভোর রাতে ।
এলাকাবাসী জানায়, মা বাবা ভাই বোন বিহীন চা দোকানের কর্মচারী ফুরকান মালিথা প্রতিদিনের ন্যায় চা দোকানের কাজ শেষে শনিবার গভীর রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর রাতে কয়েলের আগুন থেকে তার ঘরে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন তার বিছানা ও শরীরে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
Leave a Reply