মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন
-
প্রকাশিত :
শনিবার, ২৩ জুলাই, ২০২২
-
১০০০
বার দেখা হয়েছে
ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থী ও ঈশ্বরদীর আলোকিত গ্রাম রুপপুরের কৃতি সন্তান স্বাক্ষর একইসাথে বুয়েট ও ঢাবিতে ভর্তি পরীক্ষায় স্থান পাওয়ায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঈশ্বরদী অঞ্চলের সেরা শিশু কন্ঠ শিল্পী তৌশির কন্ঠে গান।
শুক্রবার রাতে স্থানীয় শামসুর রহমান শরীফ ডিলু মঞ্চে রুপপুর সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুপপুর সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, কবি ও জ্যেষ্ঠ্য সাংবাদিক এসএম. রাজা, আওয়ামীলীগ নেতা আনোয়ার বাবু, উপাধ্যক্ষ ইসমাইল
হোসেন, রেল শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা ইকবাল হায়দার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, স্বাক্ষরের মাতা সাবিনা ইয়াসমিন ও কৃতি শিক্ষার্থী স্বাক্ষর বক্তব্য দেন।পরে অতিথিরা স্বাক্ষরকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুষ্পিতার নৃত্য পরিবেশন।
অনুষ্ঠানে হাজার হাজার এলাকাবাসী ও দর্শকের
উপস্থিতিতে ঈশ্বরদী অঞ্চলের সেরা শিশু কন্ঠ শিল্পী তৌশিসহ অন্যান্য শিল্পীর গান ও নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য, গত বুধবার ঈশ্বরদী সরকারী অনার্স কলেজের পক্ষ থেকেও স্বাক্ষরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেয়ার করুন
আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply