স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। গত তিন দিনে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে ঈশ্বরদী সহ নিকটস্থ এলাকায় প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। প্রচন্ড শীতের কারণে পদ্মা নদীর সাঁড়া, পাকশী ও লক্ষিকুন্ডার চরাঞ্চল এবং স্টেশন এলাকার দরিদ্র ভাসমান মানুষের জীবনযাপন কঠিন হয়ে
পড়েছে। একইভাবে দিনমজুর ও রিক্সা চালকদের অবস্থাও তথৈবচ । ঘন কুয়াশার কারণে সূর্য্যের আলোবিহীন দিনের বেলায় দুরপাল্লা সহ বিভিন্ন প্রকার যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এবং জনজীবনে নেমে এসেছে প্রচন্ড দুর্ভোগ। মঙ্গলবার সকালে ঈশ্বরদী আবহাওয়া অফিস ১২ দশমিক ৫ ডিগ্রী এবং গত তিন দিনে ১১ দশমিক ২৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করেছে।
Leave a Reply