স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী উপজেলার গ্রীন সিটি এলাকায় আন্তর্জাতিক মানের এ-পোর্ট ব্র্যান্ডের পোশাক বিক্রয় কেন্দ্র বি-টু এর চার নম্বর শাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস পিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র ইসাক আলী মালিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিয়ে পান্না, বি-টু এর স্বত্বাধিকারী সুস্মিতা পোদ্দার বিধি, স্পার্ক পিয়ার লিমিটেডের পরিচালক বাবুল পোদ্দার ও মার্জুম মিজান সহ অনেক দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply