স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে গতকাল ১ ফেব্রুয়ারী সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী লাইফ টাইম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।ঈশ্বরদী পৌর এলাকার শেরশাহ রোডে অবস্থিত ইসলামী লাইফ টাইম ফাউন্ডেশনের নতুন কার্যালয়ে প্রতিষ্ঠানের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেলিম সরদার।প্রতিষ্ঠানের আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান মিন্টু, শামিম হোসেন থানা কো- অর্ডিনেটর লালপুর।ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক বুলবুল হোসেন ও ওসমান খন্দকার।সেবা মূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম-সংস্হান সৃষ্টি করা,গরিব দুঃখিদের মাঝে খাদ্যদ্রব্য ও আর্থিক সেবা প্রদান, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান, প্রতিবন্ধীদের খাদ্য ও লেখাপড়া সেবা প্রদান সহ বহুবিদ সেবাপ্রদান নিশ্চিত করা।উদ্বোধনির দিন ১০০ জনকে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী ও ত্রান দেওয়া হয়।আরো ৪০০ জনকে মাঠ কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা ঈশ্বরদী থানা কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম জানান।অনুষ্ঠান সঞ্চালন করেন ঈশ্বরদী থানা কো- অর্ডিনেটর শফিকুল ইসলাম।
Leave a Reply