স্বাধিনতার কন্ঠ ডেক্স।। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর এখন উত্তাল।যখন উপকূলে আঘাত হানবে তখন ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।
আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। উপকূলবর্তী জেলাগুলোতে বেড়েছে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া। প্লাবিত হচ্ছে সাগর পাড়ের গ্রামগুলো।
আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, বুধবার (২৬ মে) দুপুর নাগাদ ভারতের উত্তর ওড়িষা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তবে বাংলাদেশে তা আঘাত হানার আশঙ্কা খুবই কম বলেও জানায় তারা। এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকার জেলাগুলোতে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জন প্রতিনিধিদের সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক শেষে জানান, ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার সব রখম প্রস্তুতি নিয়েছে।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ অবস্থানে সক্রিয় রয়েছে। এছাড়া জনপ্রতিনিধিরাও নিজ নিজ জায়গা থেকে সক্রিয় রয়েছেন।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতোমধ্যেই দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
Leave a Reply